
গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও শিশু হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
সম্প্রতি ঢাকার কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়কে আরও শক্ত প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
সমাবেশ শেষে তিনি সংগঠনের সদস্যদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেন, যা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যায়। কাঞ্চন বলেন, “সারা বিশ্বে শান্তিপূর্ণ প্রতিবাদই এখন ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে।”
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের নীরবতা দুঃখজনক হলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশের সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন, যা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিচ্ছে।