ঘাটাইলে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ীকে কুপিয়ে জখম: স্ত্রী আহত

অপরাধ ঘাটাইল দুর্ঘটনা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ী আমিনুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকেও মারপিট করে আহত করা হয়।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের আলু-পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের জুলহাস মিয়ার ছেলে কাঁচামাল ব্যবসায়ী আমিনুর ইসলাম (৩৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আমিনুর ইসলামের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের লাইট বন্ধ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে আমিনুরের কক্ষে ঢুকে একজন বালিশ চাপা দিয়ে তাকে ধরে রাখে এবং অন্যজন তার স্ত্রী মাজেদাকে মারধর করে। পাশের কক্ষ থেকে বিষয়টি টের পেয়ে আমিনুরের মা–বাবা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা আমিনুরকে কুপিয়ে ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ির সামনের চরা ক্ষেত দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আমিনুর ও তার স্ত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুরের মা মমতা বেগম বলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ছেলের রুম থেকে চিৎকার শুনে আমরা ডাকাডাকি শুরু করি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে পুলিশ এসে একটি ছুরি ও একটি টুপি নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা ওই বাড়িতে আগে কখনো ঘটেনি। তারা বলেন, আমিনুর একজন শারীরিক প্রতিবন্ধী। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন এবং হামিদপুর বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মূলত ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *