টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ২৩তম বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী

প্রতিষ্ঠান মির্জাপুর শিক্ষা

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নি:) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার, ৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমানসহ ট্রেনিং সেন্টারের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এবার ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নি:) মোট প্রশিক্ষণার্থী ছিলেন ১৭৬ জন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *