ঢাকায় হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

অপরাধ টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছেন। সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করব ইনশাল্লাহ।

শনিবার, ১৩ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

 

সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, ঢাকা শহরে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক এরশাদউল্লাহর ওপর হামলা হয়েছে। যারা এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা এ দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব চায় না, যারা গণতন্ত্র চায় না, যারা নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, হাদিকে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে বা পেছনে থেকে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এর আগে হাদিকে গুলির প্রতিবাদে সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *