
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগরে এসিআই গ্রুপ কেয়ার ও এসিআই ফার্টিলাইজারের উদ্যোগে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে এক ব্যবসায়িক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
টেরিটরি এক্সিকিউটিভ, সাইদুর রহমান ও এগ্রিকালচার সার্ভিস অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায়, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজার গ্রুপের এজিএম কৃষিবিদ ফিরোজ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোজাফফর হোসেন, কৃষিবিদ রাসেল মাহমুদ, শাহ মোহাম্মদ আরিফিন, কৃষিবিদ তাসমেরি।
অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ার ও এসিআই ফার্টিলাইজারের বিভিন্ন নতুন ও উন্নতমানের পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের জন্য উপযোগী আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সার ও বালাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
কনফারেন্সে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন টেকসই করতে হলে মানসম্মত সার ও কৃষি উপকরণ ব্যবহারের বিকল্প নেই। এসিআই দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সেরা পারফরম্যান্সকারী ডিলার ও বিক্রয় প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিতদের মাঝে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। কনফারেন্সটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে এলাকার ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
