টাঙ্গাইলে অটো চালকের মর্মান্তিক হত্যা: খুলি, পা ও মেরুদণ্ড উদ্ধার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোচালক রাশিদুলের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ।

রবিবার, ১১ জানুয়ারি সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।

 

জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মোঃ রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজ্জু হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেপ্তার করে। অপরদিকে তার তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরবর্তীতে সহিদের আরো তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে বিভিন্ন এলাকা থেকে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মোঃ আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মোঃ সোহেল, সদর উপজেলার বাসাখানপুুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মোঃ শাওন।

এ বিষয় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি একটি পা এবং মেরুদন্ডের হাড় উদ্ধার করা হয়। ভিকটিমের দেহাবশেষ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে সনাক্ত করেন। তিনি আরো বলেন, ভিকটিমকে শতভাগ সনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *