সখীপুরে আহমেদ আজম খানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

অপরাধ মানববন্ধন রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে ও শাস্তির দাবিতে সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার, ২৩ নভেম্বর সকালে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৌর শহরের তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা এবং সাধারণ জনগণ।

সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখা কমিটির আহ্বায়ক ও ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান তাকে জীবননাশের হুমকি প্রদান করেন। ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া শুধু ব্যক্তি নয়, পুরো জাতির সম্মানকে আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনের মাধ্যমে মুক্তিযোদ্ধারা তাদের দাবির বিষয়ে কঠোর অবস্থান জানান এবং দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *