সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে ও শাস্তির দাবিতে সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৩ নভেম্বর সকালে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৌর শহরের তালতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা এবং সাধারণ জনগণ।
সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখা কমিটির আহ্বায়ক ও ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান তাকে জীবননাশের হুমকি প্রদান করেন। ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া শুধু ব্যক্তি নয়, পুরো জাতির সম্মানকে আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনের মাধ্যমে মুক্তিযোদ্ধারা তাদের দাবির বিষয়ে কঠোর অবস্থান জানান এবং দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।