কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও মানচিত্র মুরাল উদ্বোধন

কালিহাতী সেমিনার

কালিহাতী প্রতিনিধি : বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে-এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকাল ১০ টায় কালিহাতী উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

উদ্বোধনকালে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, “শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি মুরাল স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *