
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ১৪ দিনব্যাপী আনসার ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ অক্টোবর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম অনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণকালে বলেন, আনসার বাহিনী দেশের জনসেবায় কাজ করে যাচ্ছে। এ বাহিনীর সদস্যরা জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, ব্যাংক, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ও দেলদুয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসানুল নবীন। প্রশিক্ষণে জেলা ৬টি উপজেলা থেকে ১’শ ৪২ জন আনসার সদস্য অংশ নেয়।