ফিফা নৈতিকতা লঙ্ঘনে ভিনিসিয়াসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আবেদনের প্রস্তুতি

ফিফা নৈতিকতা লঙ্ঘনে ভিনিসিয়াসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আবেদনের প্রস্তুতি

খেলা

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে ফুটবল ও বাণিজ্যে স্বার্থের সংঘাতের অভিযোগ এনে ফিফা এথিক্স কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ব্রাজিলীয় সংস্থা তিবেরিস হোলদিং দো ব্রাজিল। এ অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে—যে নাগালের কার্যক্রম এখনও ফিফার পর্যালোচনায় রয়েছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছে অল আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভো নামের প্রতিষ্ঠান, যা পরিচালনা করেন ভিনিসিয়ুসের বাবা থাসসিলো সোয়ারেস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভিনিসিয়ুস ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিক দে সাও জোয়াও দেল রেইয়ের ১৬.৫% শেয়ার অধিকারী হয়েছেন। তিবেরিস দাবি করেছে, তাদের প্রাপ্য প্রথম অফার জানার অধিকার লঙ্ঘন করে শেয়ার বিক্রি হয়েছে এবং ভিনিসিয়ুসের পক্ষ ইতিমধ্যেই ক্লাবের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে।

ভিনিসিয়ুস পর্তুগিজ ক্লাব আলভেরসার সঙ্গে ছোটখাটো লেনদেনেও জড়িত আছেন—সেখানে ব্রাজিলের রাফায়েল কনসেইসাওকে ঋণ পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। তিবেরিস অভিযোগ করেছে, এ ধরণের ব্যাপারে ফিফা আর্টিকেল ২০ (Conflict of Interest) ও স্প্যানিশ লিগের আর্টিকেল ২২ লঙ্ঘিত হয়েছে। শাস্তি হিসাবে জরিমানা, শেয়ার বিক্রি বাধ্যতামূলক অথবা খেলোয়াড়ের সাময়িক নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে।

আইনগত কর্মসূচি এবং ফিফার তদন্তের নিষ্কর্ষের পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে, তবে খেলোয়াড়টির ক্যারিয়ারে এটি বড় ধরনের সংকট তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *