ক্রিকেটার তাওহিদের শাস্তি কমানোয় ক্ষুব্ধ সৈকত ঘরোয়া ম্যাচে না চাওয়ার চিঠি

ক্রিকেটার তাওহিদের শাস্তি কমানোয় ক্ষুব্ধ সৈকত ঘরোয়া ম্যাচে না চাওয়ার চিঠি

খেলা

তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে আনার সিদ্ধান্ত ভালোভাবে নেননি বাংলাদেশ থেকে আইসিসির একমাত্র এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিসিবিকে চিঠি দিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা না করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং ম্যাচশেষে মন্তব্যের কারণে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এক ম্যাচ পরই তাকে আবার খেলতে দেখা যায়, যা আম্পায়ার সৈকতের অসন্তোষের কারণ।

এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন মন্তব্য করতে রাজি হননি। তবে আজ (মঙ্গলবার) বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসির এলিট ও ইমার্জিং প্যানেলের আম্পায়ারদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।

বর্তমানে সুপার লিগের তিনটি ম্যাচেই আম্পায়ার হিসেবে দেখা যাচ্ছে না সৈকতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *