"‘রাত জেগে কাজ নয়’—অভিনেত্রী মনিরা মিঠুর একমাত্র চাওয়া"

“‘রাত জেগে কাজ নয়’—অভিনেত্রী মনিরা মিঠুর একমাত্র চাওয়া”

বিনোদন

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন ছোটপর্দায়। অভিনয় দিয়ে যেমন ছুঁয়ে গেছেন অসংখ্য ভক্তের হৃদয়, তেমনি কাজের প্রতি তাঁর পেশাদারিত্বও প্রশংসিত।

শনিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে অংশ নিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন এই গুণী অভিনেত্রী। এ সময় তিনি অভিনয়শিল্পীদের পেশাগত পরিবেশ নিয়ে নিজের একান্ত প্রত্যাশার কথা জানান।

মনিরা মিঠু বলেন,

“আমার একটাই চাওয়া—সারা রাত জেগে যেন আর কাজ করতে না হয়। বয়স হয়েছে, এখন আর সেইভাবে শরীর সাড়া দেয় না। আজকে যদি রাতভর কাজ করি, পরদিন আরেকটি সেটে গিয়ে পুরোপুরি এফোর্ট দেওয়া কঠিন হয়ে পড়ে। আমি সবসময় সময় মেইনটেইন করার চেষ্টা করি। তাই চাই, অন্তত রাতভর শুটিংয়ের বিষয়টি যেন সীমিত রাখা হয়।”

তিনি আরও জানান, শিল্পীদের স্বাস্থ্যের দিকটি বিবেচনায় নিয়ে অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটি যেন সময়মতো কাজের সংস্কৃতি প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়।

উল্লেখ্য, মনিরা মিঠু দীর্ঘদিন ধরে নাট্যাঙ্গনে কাজ করছেন এবং দর্শকপ্রিয় বহু নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে শোবিজের নির্ভরযোগ্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *