টাঙ্গাইলে ৪ দফা দাবিতে ডিএমএফ (ম্যাটস) শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৪ দফা দাবিতে ডিএমএফ (ম্যাটস) শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ ম্যাটস শিক্ষার্থীদের সাথে সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ডা. মোঃ এন. আই জাকির।

 

৪ দফা দাবিতে এবং ডিএমএফদের যৌক্তিক দাবির বিরুদ্ধে এমবিবিএস শিক্ষার্থী ও কিছু এমবিবিএস ডাক্তারদের আন্দোলন ও ডিএমএফ সম্পর্কে তাদের মিথ্যাচারের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনজিম ফেরদৌস।

এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পথ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারুকুলাম সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষাসহ, স্বতন্ত্র শিক্ষা বোর্ড দিতে হবে। কিছু এমবিবিএস ডাক্তারদের সাথে আমরা অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছি। কিন্তু আজ যখন আমাদের পরিচয় দেওয়ার প্রশ্ন আসছে তখনই তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে।

সব বৈষম্য দূরীকরণ ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চার দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত বিসিএস সাধারণ ক্যাডার কর্মকর্তা চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই। সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ চাই।

এ সময় তাদের উত্থাপিত চার দফা দাবি হলো– বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে; অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএমএফ (ম্যাটস) বক্তারা তাদের অনতিবিলম্বে তাদের ন্যায্য ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি করেন। বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন এবং দাবী বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সড়কে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *