মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের আইকিউএসি’র উ্যদোগে দিনব্যাপী শিক্ষকদের ‘শিক্ষাদান-শিখন ও মূল্যায়ন: পদ্ধতি ও কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ডক্টর মো. মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক। রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার অধিকারী।
বক্তারা বলেন, জ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তন আমাদের শিক্ষাব্যবস্থাকে ক্রমাগত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাদান, শিখন এবং মূল্যায়নের আধুনিক ও কার্যকর পদ্ধতি গ্রহণ করা জরুরি। এছাড়া কার্যকর মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা পরিমাপের জন্য অপরিহার্য। শুধুমাত্র পরীক্ষা-নির্ভর মূল্যায়নের পরিবর্তে ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্পভিত্তিক শেখা এবং সমস্যা-ভিত্তিক শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা হলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
কর্মশালায় লাইফ সায়েন্স অনুষদের বিভাগসমূহের চেয়ারম্যান, পিএসএসি’র সদস্য ও ১ম বর্ষ ১ম সেমিস্টারের কোর্স শিক্ষকরা অংশগ্রহণ করেন।