
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরহাদ ক্যাডেট একাডেমি’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চলতি বছরে লিখিত পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ১৯জন ছাত্র এবং ১২জন ছাত্রী।
শুক্রবার, ২৩ জানুয়ারি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ফরহাদ একাডেমি। প্রতিষ্ঠানের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামান তালুকদার বলেন, ২০০৯ সাল থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও তার সাফল্য ধরে রেখেছে এবং ৩১ জন কৃতী শিক্ষার্থী ক্যাডেটে ভর্তির লিখিত পরীক্ষায় চান্স পেয়েছে। এবারের ফলাফলে টাঙ্গাইল জেলার শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
সংবর্ধনায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক শাহ আলম, মঞ্জুরুল হাবীব, রুহুল আমিন বাপ্পী, আবাসিক ভবন পরিচালক মো. লিমন, আবু সুফিয়ান আব্দুর রহিম মামুন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ উপলক্ষে একাডেমির অধ্যক্ষ ও শিক্ষকদের হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
