মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আইন আদালত পরিবেশ মধুপুর স্বাস্থ্য

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার, ১১ জানুয়ারি দুপুরে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে ও ৩০৯ ব্রিগেড এর ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় ২শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

 

প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আগামী দিনেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জেনারেল অফিসার কমান্ডিং। এ সময় অনুষ্ঠানে সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা বিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে আশাব্যক্ত করেন জেনারেল অফিসার কমান্ডিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *