ঘাটাইলে ২০২৬ শিক্ষাবর্ষে অ্যাম্বিশন মডেল স্কুলের নবীনবরণ অনুষ্ঠিত

উৎসব ঘাটাইল শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার পৌর শহর এলাকায় অবস্থিত অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার, ৫ জানুয়ারী সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় ব্যানার, ফেস্টুন ও রঙিন বেলুনে, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়। নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আনন্দ আর উচ্ছ্বাসে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং পরিচয় পর্ব, অতিথিদের ফুল ও ব্যাজ দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাম্বিশন মডেল স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য, পরিচালনা পরিষদের সদস্য মোঃ মামুন আহমেদ ও মোঃ তমাল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালনা পরিষদের সদস্য মোঃ জামাল হোসেন জয়।

পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাহিমিন সিহান এবং গীতা পাঠ করেন রৌদ্র চন্দ্র চন্দ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিচালনা পর্ষদের সদস্য তমাল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অ্যাম্বিশন মডেল স্কুলের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সুমী। বাংলা ভার্সনের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে যারিন মুনিয়াত বর্ষণ এবং ইংরেজি ভার্সনের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে রাইসা আহমেদ। আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মোঃ মামুন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য প্রমুখ।

বক্তারা বলেন, অ্যাম্বিশন মডেল স্কুল শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শালীনতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং স্কুলের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

বক্তব্য পর্ব শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের পরিচিতি পর্ব। নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস সূত্রধর। দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীনদের বরণ উপলক্ষে গান, নাচ, কবিতা আবৃত্তি ও অ্যাম্বিশন থিম সং পরিবেশন করা হয়। আবৃত্তি পরিবেশন করেন সফুরা শিফা, রাইসা আহমেদ, ইশায়াত ও জারিন মুনিয়াত বর্ষণ। গান পরিবেশন করেন প্রাপ্তি সাহা, হুজাইফা ও সুম্পর্ণা সরকার ইচ্ছে। নাচ পরিবেশন করেন অদ্রিজা পন্ডিত তুলতুল ও প্রাপ্তি সাহা, সায়া জান্নাত মম।

এছাড়াও আবৃত্তি শিক্ষক ফিরোজ আদনানসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক আয়োজন পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য। নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বিশন মডেল স্কুলে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার এক সুন্দর সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপিত হয়, যা নতুন শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের সূচনাকে করে তোলে স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *