
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিতে ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার ও শনিবার দিনব্যাপী আটটি আসনের যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় যথানিয়মে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়ন জমা না দেওয়ায়সহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে ২৮ ও ২৯ ডিসেম্বর ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আসনভিত্তিক বৈধ প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (ধনবাড়ি–মধুপুর): ফকির মাহবুব আনাম (বিএনপি), মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী (জামায়াতে ইসলামী), মুহাম্মদ ইলিয়াস হোসেন (জাতীয় পার্টি) ও মো. আসাদুল ইসলাম (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-২ (ভুয়াপুর–গোপালপুর): মো. আবদুস সালাম পিন্টু (বিএনপি), মো. হুমায়ুন কবীর (জামায়াতে ইসলামী), মো. হুমায়ুন কবীর তালুকদার (জাতীয় পার্টি) ও শাকিল উজ্জামান (গণঅধিকার পরিষদ)।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এস এম ওবায়দুল হক নাসির (বিএনপি), মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন), মো. লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), মো. হোসনী মোবারক (জামায়াতে ইসলামী) ও সাইফুল্লাহ হায়দার (এনসিপি)।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), খন্দকার আব্দুর রাজ্জাক (জামায়াতে ইসলামী), মো. লিয়াকত আলী (জাতীয় পার্টি) ও মো. লুৎফর রহমান মতিন (বিএনপি)।
টাঙ্গাইল-৫ (সদর): আহসান হাবিব (জামায়াতে ইসলামী), মো. ফরহাদ ইকবাল (স্বতন্ত্র), মো. মোজাম্মেল হক (জাতীয় পার্টি), মো. শফিকুল ইসলাম (গণঅধিকার পরিষদ), সুলতান সালাহ উদ্দিন টুকু (বিএনপি) ও সৈয়দ খালেদ মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): আতিকুর রহমান (স্বতন্ত্র), এ কে এম আব্দুল হামিদ (জামায়াতে ইসলামী), তারেক শামস খান (জাতীয় পার্টি), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), মো. আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন), মো. কবির হোসেন (গণঅধিকার পরিষদ) ও মো. রবিউল আওয়াল (বিএনপি)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি), মো. তোফাজ্জল হোসেন (বিআরপি) ও মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (জামায়াতে ইসলামী)।
টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল): আহমেদ আযম খান (বিএনপি), মো. নাজমুল হাসান (জাতীয় পার্টি), মো. শফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী) ও সালাউদ্দিন আলমগীর (স্বতন্ত্র)।
এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই-বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরাত খান ভাসানী, স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকার ও রিপন মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম সুমন, স্বতন্ত্র মো. সাইফুর রহমান, মো. শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী, খেলাফতে মজলিসের মো. আবু তাহের, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, আমজনতা পার্টির আলমগীর হোসেন, খেলাফতে মজলিসের মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল ও আবুল ফজল মাহমুদুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
