
দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ. কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।
দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ৩০ জন করে ২৪০ জন নারী পুরুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনা হয়েছে। সেবা গ্রহীতাদের প্রথমে দন্ত চিকিৎসা ও পরে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ১১ আর. ই ব্যাটলিয়নের পরিচালনায় ১৯ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল নাসের, মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর হাফেজ, নাগরপুর উপজেলা সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন, বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেবা কার্যক্রম তদারক করেন।
