
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে ৫ দিনব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার, ৩০ নভেম্বর সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আন্তঃ কলেজ টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও মির্জাপুর সরকারি কলেজের উদ্বোধনী খেলায় মির্জাপুর সরকারি কলেজ (১-০) জয়লাভ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার ১৬টি কলেজ নিয়ে নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
