টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠিত

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার ৪৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সজীব হোসেনকে সভাপতি ও নবাব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার, ১৫ নভেম্বর রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরাফাত অনিম, রেজাউল হান্নান, মাহমুদুল হাসান মিলন, আল আমিন উদয়, সুলতান খান, অনিক হাসান, এস এ শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসেম, আমির হামজা, তামান্না ইসলাম তরী, আল আমিন, সজীব হাসান, রাসেল রানা, শামীম পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক কায়ছার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম মেহেদী, রনি, রবিউল ইসলাম মোছা: সাজিয়া আক্তার, মমিনুর রহমান, পলাশ আহমেদ, নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক জুবায়দুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম নিলয়, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসরুফ মইন উদ্দিন, অর্থ সম্পাদক মাহাতাব আহমদ মাহি, সহ অর্থ সম্পাদক মাহীম তালুকদার, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফামিম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব সিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আরিয়ান ইসলাম আশা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রনি ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক নাঈমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক নাজমুন নাহার শিখা, ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান পারভেজ, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুজাহিদ বিন মুজিব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহীন আল মামুন। কার্যকরী সদস্যরা হলেন- আসাদুল ইসলাম, শাহীন শাহ, কালাম শেখ, এনামুল হক, সাব্বির আহমেদ, আবদুল আওয়াল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পাওয়া আমার জীবনের এক বিশেষ সম্মান। এই দায়িত্ব আমার ব্যক্তিগত অর্জন নয়-এটি আপনাদের সকলের বিশ্বাস, ভালোবাসা ও ত্যাগের ফসল। আমি বিশ্বাস করি, ছাত্র অধিকার পরিষদের শক্তি হলো—সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এবং সাধারণ শিক্ষার্থীর ন্যায্য অধিকারের জন্য আন্দোলন গড়ে তোলা। আমরা কখনো ক্ষমতার লোভে কাজ করি না; আমরা কাজ করি নীতি, আদর্শ ও দেশপ্রেমকে আঁকড়ে ধরে। আমি দলের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনকে আরও শক্তিশালী করব।

তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা টাঙ্গাইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে আমাদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে পারব। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। ব্যক্তিগত স্বার্থ নয়, আমরা কাজ করব দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, এবং একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *