
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই সুন্দর প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে একযোগে ১২ উপজেলায় স্কুল প্রাঙ্গনে প্লে গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।
উপজেলা সূত্রে জানা যায়, টাঙ্গাইলে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ এটি। জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করার আওতায় সদর উপজেলার ১৩ টি স্কুলে একযোগে উদ্বোধন করা হয়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে, ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে।
তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন প্লে-সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্লে গ্রাউন্ড স্থাপনের ফলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বেড়ে যাবে। আগে অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত, কিন্তু খেলার সুযোগ থাকলে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে।
