
কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা এলাকায় জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বালু বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। অভিযানে বালু বিক্রির কারণে সৃষ্ট জনদুর্ভোগের সৃষ্টি প্রমাণিত হওয়ার কারণে সংশ্লিষ্ট পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থিক জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেজন্য দ্রুততম সময়ের মধ্যে সেখান থেকে বালু অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগম স্থলে বালু রেখে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয় যে, বিভিন্ন স্থান থেকে ক্রয়কৃত বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে এমন স্থান পরিহার করতে হবে, যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়।