ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থনীতি ঘাটাইল প্রতিষ্ঠান সেমিনার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনাল অফিসের আওতাধীন ঘাটাইল জোনাল অফিসে এক জমজমাট ও প্রাণবন্ত প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার, ১২ আগস্ট সকালে ঘাটাইল জোন সার্ভিসিং সেন্টারের আয়োজনে অফিস কার্যালয়ে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী এজেন্সি ডিরেক্টর ও ঘাটাইল জোনাল অফিস ইনচার্জ মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, সফলতা কখনো হঠাৎ আসে না, এটি আসে পরিশ্রম, সততা ও নিবেদনের মাধ্যমে। আপনারা শুধু একটি পেশায় কাজ করছেন না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষার এক মহৎ দায়িত্ব পালন করছেন। প্রতিটি গ্রাহকই আপনার কাছে একটি পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা অর্পণ করে, এই বিশ্বাস রক্ষা করাই হবে আমাদের আসল জয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেলস টেকনিক বিষয়ে অসাধারণ দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেনিং মো. জামিল উদ্দিন (মিন্টু)। তিনি বলেন, বিক্রি শুধু লেনদেন নয়, এটি হচ্ছে আস্থা গড়ে তোলার শিল্প। একজন দক্ষ সেলস পার্সন কখনো শুধু পলিসি বিক্রি করেন না; তিনি মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিক্রি করেন। আন্তরিকতা, মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টাই একজন এজেন্টকে অসাধারণ করে তোলে।

উক্ত অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার, নতুন কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ,সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *