সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

অপরাধ দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে পারবারিক কলহে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

 

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জুই ওই এলাকার প্রবাসী আশরাফুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে ১০ বছরের আদিব হাসান নামের এক পুত্র সন্তানও রয়েছে।

ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক মোঃ মোশারফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *