ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেলেন জিপিএ ৫

ঘাটাইল প্রতিষ্ঠান শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী এসএসসি শিক্ষার্থী চলতি বছরে কারিগরী শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়েছে। তার নাম জাইমা জারনাস তানিশা। সে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। তার সাফল্যে গ্রামসহ ঘাটাইলবাসী আনন্দিত ও গর্বিত।

 

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সদর ইউনিয়নের কমনাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। তালিশা ঘাটাইল ক্যান্টনমেন্ট এ প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে সে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব পাল বলেন, তানিশা অত্যান্ত মেধাবী। বাক প্রতিবন্ধী কোন ব্যাপার নয় সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।

শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, আমি মেয়ের ফলাফলে খুশি। আমার মেয়ে জিপিএ-৫ পাবে, আমি কখনোই কল্পনা করতে পারিনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। আমার মেয়ে কথা বলতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে। আমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।

এ ব্যাপারে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মেয়ে হিসেবে তানিশা খুবই নম্র-ভদ্র। তানিশার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম, প্রত্যাশাও ছিল তার প্রতি। আমরা খুবই আনন্দিত তার এমন ফলাফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *