নাগরপুর বাজারে ‘পলিথিনমুক্ত’ পরিবেশ গড়তে জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ

অর্থনীতি নাগরপুর পরিবেশ প্রতিষ্ঠান স্বাস্থ্য

নাগরপুর প্রতিনিধি: প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অগ্রযাত্রায় নাগরপুর বাজারের আরেকটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হলো।

বৃহস্পতিবার (২৬ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নাগরপুর বাজারের ১০০টি মুদি দোকানকে সম্পূর্ণভাবে পলিথিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি মুদি দোকানকে দেওয়া হবে ১০০টি করে মোট ১০ হাজারটি পাটের ব্যাগ, যা তারা গ্রাহকদের মধ্যে বিতরণ করবেন।

পাটের ব্যাগ শেষ হয়ে গেলে এই কার্যক্রম আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে কাপড়ের ব্যাগ তৈরি করবেন এবং নাগরপুর বাজারে নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে সেগুলো সরবরাহ করবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে বাজারকে পলিথিনমুক্ত করার পাশাপাশি আরেকদিকে অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ করে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের নেতৃত্বে এই কার্যক্রম শুধু পরিবেশ সুরক্ষাই নয়, স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নাগরপুর বাজারকে দেশের অন্যতম মডেল ‘পলিথিনমুক্ত বাজার’ হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের ‘প্লাস্টিকমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগটি আগামী দিনে সারা দেশের বাজারগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *