ঘাটাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক মিজানুর রহমান নিহত

ঘাটাইল দুর্ঘটনা প্রতিষ্ঠান শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস. ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মিজানুর রহমান (৩৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান সর্বশেষ এনটিআরসিএ (বেসরকারি টিচার্চ প্রত্যয়ণ কর্তৃপক্ষ) কর্তৃক ধলাপাড়া ওই বিদ্যালয়ে ধমীয় শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। গত ডিসেম্বরে উপজেলার রতনবরিষ গ্রামের মোশারফ হোসেনর মেয়ে মরিয়ম বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজ গ্রামের বাড়ি অনেক দূরত্ব থাকায় শ্বশুরবাড়ি থেকেই তিনি মোটর সাইকেলে বিদ্যালয়ে যাতায়াত করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মিজানুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা। এ মর্মান্তিক ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসলিম উদ্দিন জানান, তিনি একজন ভালো মানুষ ও দক্ষ শিক্ষক ছিলেন। আমরা শোকাহত।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *