‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃ'ত্যু শোকাচ্ছন্ন ইউনিট

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃ’ত্যু শোকাচ্ছন্ন ইউনিট

বিনোদন

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে রাজশাহীতে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেনের। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিচালক রায়হান রাফী জানান, দুপুরে শট দেওয়ার পরও মনির সুস্থ ছিলেন এবং সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক জানান, তিনি স্ট্রোক করেছিলেন।

রাজশাহীর হাই-টেক পার্কে সিনেমাটির শুটিং চলছে। মনির ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। সহকর্মীদের ভাষ্যে, তিনি ছিলেন হাসিখুশি ও পেশাদার একজন শিল্পী।

‘তাণ্ডব’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব খানের বিপরীতে এতে প্রথমবার বড় পর্দায় আসছেন অভিনেত্রী সাবিলা নূর। মনিরের মৃত্যুতে পুরো ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *