
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দিনে ভালো সূচনা করলেও দ্রুতই চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারানোর পর ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তবে শান্তর বিদায়ে বড় সংগ্রহের আশা কিছুটা ম্লান হয়ে গেছে।
রবিবার (২১ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাবধানী শুরু করেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু দলীয় ৩১ রানে প্রথম ধাক্কা আসে। ভিক্টর নিয়াউচির বলে গালিতে ক্যাচ দিয়ে ১২ রানে সাজঘরে ফেরেন সাদমান।
পরের ওভারেই নিয়াউচি ফেরান মাহমুদুল হাসান জয়কেও। ১৪ রান করা জয় উইকেট দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। এতে মাত্র ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর শান্ত-মুমিনুল জুটি সাময়িকভাবে দলকে স্থিতি এনে দেয়। প্রথম সেশন শেষে উইকেটে ছিলেন দুজনেই। মধ্যাহ্নভোজের পর শান্ত বেশ আত্মবিশ্বাসীভাবে এগোতে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি। ব্লেজিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ৪০ রানে থামেন বাংলাদেশের অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। ক্রিজে ২৫ রানে ব্যাট করছেন মুমিনুল হক। তার সঙ্গী হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জুটি গড়ে ইনিংস মেরামত করা।