
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের ক্যারিয়ার এক কঠিন সন্ধিক্ষণে। এক সময় যিনি আইসিসির সব ফরম্যাটে শীর্ষ ব্যাটসম্যান ছিলেন, সেই বাবর এখন খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখে। একসময়ের ‘কিং বাবর’ এখন যেন নিজের ছায়া।
গত দেড় বছরে ধারাবাহিক ব্যর্থতায় শুধু শীর্ষস্থান হারাননি, বরং দল থেকেও বাদ পড়েছেন। প্রথমবারের মতো পারফরম্যান্সজনিত কারণে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে—বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে।
বাবরের এই দুর্দশা নিয়ে সাবেকরা দিয়েছেন বিভিন্ন পরামর্শ। কিংবদন্তি জহির আব্বাস মনে করেন, বাবরের ব্যাটিং স্ট্যান্সে সমস্যা দেখা দিয়েছে এবং তিনি হয়তো সিনিয়রদের থেকে পরামর্শ নিতে অস্বস্তি বোধ করছেন। জহির বলেন, “তিনি এখন বলের গতি সামলাতে পারছেন না, শট খেলছেন তাড়াহুড়ো করে।”
সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, “বাবর চাপে পড়লেই নিজেকে বের করে আনতে পারছে না। ড্রেসিংরুমেও এখন ভালো মেন্টরের অভাব।”
আরেক সাবেক ওপেনার শোয়েব মোহাম্মদ বলেন, “প্রতিপক্ষরা এখন বাবরের দুর্বলতা বুঝে ফেলেছে। বাউন্ডারি না এলেই তিনি অধৈর্য হয়ে পড়ছেন, যা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে।” তিনি মনে করেন, বাবরের জন্য একজন ক্রীড়া মনোবিজ্ঞানীর সহায়তা দরকার।
বাবরের ভক্তদের জন্য এটি এক হতাশার সময়, আর বাবরের জন্যও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, তিনি কীভাবে এই সংকট কাটিয়ে উঠে আবার ‘কিং বাবর’ হয়ে ফিরতে পারেন।