
সাত বছর পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। শরাফ আহমেদ জীবন পরিচালিত নতুন সিনেমা ‘চক্কর ৩০২’-এ অভিনয় করে পেয়েছেন প্রশংসা। দীর্ঘ ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় চলচ্চিত্র।
মৌসুমী জানান, “টানা কাজ করিনি কখনোই। ২০১৫ সালের পর সন্তানকে সময় দিতে বিরতি নিয়েছিলাম। এরপর গল্প বা চরিত্র পছন্দ না হওয়ায় আর ফিরিনি।”
নতুন সিনেমা নিয়ে অভিনেত্রীর উচ্ছ্বাস—“দর্শক এবং সহশিল্পীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। মনে হচ্ছে, এ রকম একটি কাজেরই অপেক্ষায় ছিলাম।”
ঈদের অন্য ছবিগুলো এখনো দেখা হয়নি তার। এক বছরের ছোট সন্তানকে ঘিরেই সময় কাটছে। তবে দর্শক হিসেবে সব ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
নতুন কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, “চক্কর ৩০২ করার পর মনে হয়েছে, হাইপ তোলা ভালো গল্প না হলে আর কাজ করব না। প্রয়োজনে বসে থাকব, পরেরবার হয়তো দাদির চরিত্র করব!”