
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম জানিয়েছেন, তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী এবং সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুনের ম্যাচেই অভিষেক করতে চান। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিমের সঙ্গে অনলাইন বৈঠকে সামিত তার পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠক শেষে ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, “সামিত দ্রুতই বাংলাদেশে আসতে চান। চাওয়া-পাওয়ার বিষয়ে তিনি কিছু বলেননি, কেবল দেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।”
বাফুফে এখন সামিতের কাগজপত্রের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায়। ১০ জুন মাঠে নামাতে হলে ৩ জুনের মধ্যে তার বাংলাদেশের পাসপোর্টসহ সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এজন্য সামিতের জন্মনিবন্ধন, তার ও তার বাবা-মায়ের নতুন পাসপোর্ট তৈরি করে ফিফার অনুমোদনের জন্য আবেদন করা হবে।
জানা গেছে, আগামী সপ্তাহেই সামিতের জন্মনিবন্ধন পাওয়া যাবে। তার বাবা-মায়ের বাংলাদেশি পাসপোর্ট ১৯৯৩ সালের পর নবায়ন হয়নি, ফলে তা নতুন করে তৈরি করতে হবে।
বাংলাদেশ জাতীয় দল জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। ফিফার অনুমোদন মিললে সেই ম্যাচেই মিডফিল্ডে হামজা চৌধুরীর পাশাপাশি দেখা যেতে পারে সামিত সোমকেও।