
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার পুত্র আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উদযাপন করলেন বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে ছেলে জয়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা যায়, নববর্ষের ঐতিহ্যবাহী সাজে মা-ছেলে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ফটোশুটে অংশ নিয়েছেন। ক্যাপশনে অপু লেখেন, ‘নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ — শুভ নববর্ষ ১৪৩২।’
নেটিজেনদের শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকেই প্রশংসা করেন মা-ছেলের দারুণ মুহূর্তটি।
অপু বিশ্বাস এখন সিনেমায় বেছে বেছে কাজ করলেও নানা উৎসব ও সামাজিক আয়োজনে নিয়মিতই দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এই অভিনেত্রী। ছেলে জয়কে নিয়েই এখন তার আনন্দের অনেকটা জুড়ে।