
সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ে লিগ শিরোপার দৌড়ে আরও শক্ত অবস্থান নিয়েছে আল নাসর।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল আল রিয়াদ। অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) আবদুল্লাহ আল খাইবারির ব্যর্থ ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে ফাইজ সেলেমানি গোল করেন।
তবে দ্বিতীয়ার্ধে রোনালদো দেখান নিজের ক্লাস। ৫১ মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। এরপর ৬৪ মিনিটে মানের আরেকটি ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন এই পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের শেষ দিকে (৯০+৪ মিনিটে) আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি, আল নাসরের ফরোয়ার্ড জন দুরানকে মাথায় আঘাত করলে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে আল নাসরের পয়েন্ট দাঁড়ালো ৫৭। বর্তমানে তারা টেবিলের তিন নম্বরে রয়েছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫, দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৫৮। শিরোপার লড়াইয়ে আরও রোমাঞ্চ তৈরি করলো রোনালদোর দল।