
ভুটানের নারী লিগে অংশ নিতে আজ (১৩ এপ্রিল) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন বাংলাদেশের ছয় নারী ফুটবলার—সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তবে ভিসাজনিত জটিলতায় এবার যেতে পারেননি সিনিয়র ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার।
এর আগে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানে পৌঁছেছেন এক সপ্তাহ আগেই।
আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই নারী লিগে সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া খেলবেন পারো এফসির হয়ে। থিম্পু সিটির হয়ে মাঠে নামবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। অন্যদিকে, ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন রুপনা ও মাসুরা। এই দলেই খেলার কথা রয়েছে কৃষ্ণারও। তবে তার ক্লাব এখনো ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে না পারায় অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।
চার মাসব্যাপী এই লিগে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করছে ফুটবলাররা।