নতুন সিরিজ ননসেন্স নিয়ে সামনে আসছেন অভিনীত জাকিয়া বারী মম

নতুন সিরিজ ননসেন্স নিয়ে সামনে আসছেন অভিনীত জাকিয়া বারী মম

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ননসেন্স’ মুক্তি পাচ্ছে আগামীকাল (১১ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। ছয় পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন রাকেশ বসু।

ননসেন্স নিয়ে মম বলেন, “গল্পটা ভালো লেগেছিল বলেই কাজ করেছি। দর্শকের প্রতিক্রিয়া নিয়ে এখনই কিছু বলা কঠিন।” সিরিজটি একটি সোশ্যাল স্যাটায়ার, যা সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ক্রাইমভিত্তিক কনটেন্টগুলোর চেয়ে ভিন্নধর্মী বলে জানান তিনি।

গান নিয়ে ফেরার প্রসঙ্গে মম বলেন, “আমি পেশাদার গায়িকা নই। গল্পের প্রয়োজনে গেয়েছিলাম, আপাতত গাইছি না।”

এছাড়া ‘রিমান্ড’ নামের একটি কাজ নিয়ে নির্মাতার সঙ্গে ভুল বোঝাবুঝির কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে সরকারি অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন মম।

সম্প্রতি আফজাল হোসেনের সঙ্গে ঈদের নাটক ‘ঘোর’-এ কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সামনে আরও কয়েকটি নাটক ও সিরিজে তাঁকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *