টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ে পুরস্কৃত ৫০ শিশু-কিশোর টাঙ্গাইলে প্রশংসিত উদ্যোগ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ে পুরস্কৃত ৫০ শিশু-কিশোর: টাঙ্গাইলে প্রশংসিত উদ্যোগ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় পুরস্কার পেয়েছে ৫০জন শিশু-কিশোর। শনিবার (১২ এপ্রিল) আসরের নামাজের পর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদে এক আয়োজনের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।

সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মানের ব্যক্তিগত উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। শিশু-কিশোরদের এ উদ্যোগে অংশগ্রহণ ও পুরস্কার পাওয়ায় মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মাঝে প্রশংসা ও উৎসাহ দেখা গেছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শিশু-কিশোরদের উৎসাহিত করতে তিনটি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। প্রথম ক্যাটাগরিতে যারা নিয়মিতভাবে ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, তাদের দেওয়া হয় একটি ছাতা, একটি টুপি ও একটি সাবান। দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের দেওয়া হয় একটি হাতঘড়ি ও একটি সাবান।

পুরস্কার পেয়ে খুশি শিশুরা জানায়, ভবিষ্যতেও তারা নিয়মিত নামাজ আদায় করবে এবং ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে।

উদ্যোক্তা সোলায়মান জানান, “এই উদ্যোগের লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং তাদের মাঝে নামাজের অভ্যাস গড়ে তোলা। এতে করে মসজিদে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে জেলার অন্যান্য মসজিদেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ছোটবেলা থেকেই শিশুদের মাঝে নামাজ ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে এমন আয়োজন খুবই কার্যকর। এই ব্যতিক্রমী উদ্যোগে শিশু-কিশোররা যেমন অনুপ্রাণিত হয়েছে, তেমনি সমাজেও ইতিবাচক বার্তা পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *