চোটে ছিটকে গেলেন লিটন দাস পিএসএলে খেলা হচ্ছে না এবারও

চোটে ছিটকে গেলেন লিটন দাস পিএসএলে খেলা হচ্ছে না এবারও

খেলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে এবারও মাঠে নামা হচ্ছে না লিটন দাসের। অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই বাংলাদেশি ব্যাটার।

শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন লিটন। তিনি লেখেন, “করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি।”

চিকিৎসকদের মতে, লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সেরে উঠতে সময় লাগবে কমপক্ষে দুই সপ্তাহ। ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, পিএসএলের নিলামে করাচি কিংস দলে ভেড়ায় লিটনকে এবং বিসিবির কাছ থেকেও পুরো আসরের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। এর আগে আইপিএল ও এলপিএলে খেলার অভিজ্ঞতা থাকলেও, পিএসএলে এখনও অভিষেক হয়নি তার।

বাংলাদেশ থেকে এবারের পিএসএলে লিটন ছাড়াও সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ইতোমধ্যে যোগ দিয়েছেন লাহোর কালান্দার্সে, আর নাহিদ রানা টেস্ট সিরিজ শেষ করে খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *