ইন্টার মায়ামিতে চুক্তি নবায়নের পথে লিওনেল মেসি

ইন্টার মায়ামিতে চুক্তি নবায়নের পথে লিওনেল মেসি

খেলা

মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। মার্কিন সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকস জানিয়েছে, অন্তত আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে ইউরোপ ছেড়ে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। চলতি বছরই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে ক্লাব ও খেলোয়াড় উভয় পক্ষই একসাথে পথ চলতে আগ্রহী।

সূত্র বলছে, বার্সেলোনার সাবেক সতীর্থ সুয়ারেজ, বুসকেটস ও জর্দি আলবার সঙ্গে আবার খেলতে পেরে মেসির মায়ামিতে মানিয়ে নিতে সহজ হয়েছে।

এদিকে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ক্লাবটি ইতোমধ্যে তার পরিবর্তে নতুন একজন খেলোয়াড় খুঁজছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *