বিএসপিএ অ্যাওয়ার্ডে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

বিএসপিএ অ্যাওয়ার্ডে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

খেলা

২০২৪ সালের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন এই অলরাউন্ডার।

ব্যাট হাতে হাজার রান ও বল হাতে ৪০ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে সেরা ক্রীড়াবিদের মর্যাদা অর্জন করেন মিরাজ। পুরস্কার পেয়ে সন্তোষ প্রকাশ করে মিরাজ বলেন, “এই আয়োজন আমাদের খেলোয়াড়দের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে বিভিন্ন খেলার তারকাদের সঙ্গে দেখা ও কথোপকথন অনেক ভালো লাগে।”

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন জাতীয় নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

বিএসপিএ এবার মোট ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন বর্ষসেরা আর্চার সাগর ইসলাম, ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট জহির রায়হান, দাবাড়ু মনন রেজা নীড়, বর্ষসেরা কোচ মওদুদুর রহমান শুভ এবং বর্ষসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *