ঈদে শতাধিক নতুন গান প্রকাশ আলোচনায় থাকলেও নেই আগের মতো হাইপ

ঈদে শতাধিক নতুন গান প্রকাশ আলোচনায় থাকলেও নেই আগের মতো হাইপ

বিনোদন

ঈদ উপলক্ষে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে শতাধিক নতুন গান। একক, দ্বৈত, সিনেমা ও নাটকের গান মিলিয়ে ঈদের এই সংগীত আয়োজন হলেও শ্রোতাদের আগ্রহ আগের মতো দেখা যায়নি।

প্রখ্যাত শিল্পী বাপ্পা মজুমদার, আসিফ আকবর, ইমরান মাহমুদুল, কণা, ন্যান্সি, হাবিব ওয়াহিদ, মিলা, সালমা, কর্ণিয়া, বিউটি, পুতুলসহ অনেকেই এবার গান প্রকাশ করেছেন। কিন্তু এসব গান শ্রোতামনে তেমন প্রভাব ফেলেনি।

অভিনেতা সিয়াম আহমেদ ও হিমির গাওয়া ‘তুমি আমায় ভালোবাসো’ গানটিও আলোচনায় আসতে পারেনি, যেখানে আগের বছর তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয় হয়েছিল।

শিল্পীরা বলছেন, এখন গান ভাইরাল না হলেও শ্রোতার কাছে পৌঁছে যাচ্ছে। অনেকে মনে করছেন, সময়ের পরিবর্তনে গানের প্রচার কৌশলও বদলেছে।

ধ্রুব মিউজিক স্টেশন, জি সিরিজ, সিডি চয়েসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও গান প্রকাশ পেয়েছে। যদিও ঈদের গান নিয়ে চর্চা কম, তবে কয়েকটি সিনেমার গান দর্শকনন্দিত হওয়ায় আশাবাদী সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *