
শাকিব খান অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরবাদ’ প্রথম সাত দিনেই ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
ফেসবুক পোস্টে তারা জানায়, দর্শকদের বিপুল সাড়ায় সারা দেশে সিনেমাটি এখনো সফলভাবে চলেছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ৬৫টির বেশি হলে চলছে শো।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ এক মাসে যে অঙ্কে পৌঁছেছিল, ‘বরবাদ’ মাত্র সাত দিনেই ছুঁয়েছে সেই সাফল্য।
এ মাসেই ছবিটি যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও মুক্তি পাবে, ফলে আয়ের পরিমাণ ৫০ কোটিও ছাড়াতে পারে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও নুসরাত জাহান।