
দীর্ঘ বিরতির পর কোচ পিটার বাটলারের অধীনে আবারও অনুশীলনে ফিরেছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। মঙ্গলবার সকালে ধানমণ্ডির আবাহনী মাঠে অনুশীলনে অংশ নেন কৃষ্ণা, সানজিদাসহ ১৩ জন। সব মিলিয়ে ৪৪ জন ফুটবলার অনুশীলন করেছেন।
সাফ চ্যাম্পিয়নশিপের পর কোচের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৮ ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন ক্যাম্পে ফেরেননি। ভুটানে ক্লাব ফুটবল খেলছেন সাবিনা, মনিকা, ঋতুপর্ণা ও সুমাইয়া। পারিবারিক কারণে অনুপস্থিত তহুরা খাতুন।
কোচ বাটলারের সঙ্গে সিনিয়রদের দূরত্ব ছিল সাফের আগ থেকেই। নানা অভিযোগ-পাল্টা অভিযোগের পরও বাংলাদেশ শিরোপা জেতে এবং বাটলারকে দুই বছরের জন্য রেখে দেয় ফেডারেশন।
বাফুফের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে সোমবার আলোচনা শেষে নতুন করে পথচলার আশ্বাস দিয়ে মাঠে ফেরেন খেলোয়াড়রা।