বিদেশি লিগে একসঙ্গে ছয় নারী ফুটবলার, ভুটানে খেলছেন বাংলাদেশের তারকারা

খেলা

ঈদের ছুটি শেষে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। তবে ক্যাম্প শুরুর আগেই চার নারী ফুটবলার পাড়ি দিয়েছেন ভুটানে, সেখানে নারী ফুটবল লিগে খেলতে। তারা সবাই বাংলাদেশ জাতীয় দলের সদস্য।

ভুটানের পারো এফসি’র হয়ে খেলছেন—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দিচ্ছেন মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তারা আজ-কালের মধ্যেই থিম্পু পৌঁছাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ছাড়া সাগরিকা-র একই ক্লাবে খেলার কথা থাকলেও সেটা এখনো চূড়ান্ত হয়নি।

২০১৫ সালে মালদ্বীপের ডিফেন্স ফোর্স ক্লাবে খেলে বাংলাদেশের নারী ফুটবলারদের বিদেশি লিগ যাত্রা শুরু করেছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ভারত ও মালদ্বীপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। তার দেখানো পথ ধরে বিদেশি লিগে সুযোগ পেয়েছেন আরও অনেক নারী ফুটবলার।

গত বছর আগস্টে সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও মারিয়া মান্দা থিম্পু কলেজ এফসি’র হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশ নেন। তবে এবারই প্রথম, একসঙ্গে দেশের শীর্ষ ছয় নারী ফুটবলার খেলতে যাচ্ছেন কোনো বিদেশি ঘরোয়া লিগে। এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি বড় অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *