তরুণদের রোল মডেল তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ: বিসিবি সভাপতি

খেলা

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ—বাংলাদেশ ক্রিকেটের এই তিন অভিজ্ঞ খেলোয়াড় তরুণ প্রজন্মের জন্য রোল মডেল হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,
“যখন কোনো খেলোয়াড় তৈরি হয়, তখন আইডল তৈরি হয়। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো খেলোয়াড়দের দেখে তরুণরা অনুপ্রাণিত হচ্ছে। তারা এখন রোল মডেল।”

নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা বিকেলে খেলাধুলার জন্য অপেক্ষা করতাম। এখনকার তরুণদের জন্যও এই অভ্যাসটা গুরুত্বপূর্ণ।”

ফারুক আহমেদ আশা করেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ঘিরে যে উদ্দীপনা দেখা যায়, সেটি সারা বছরজুড়ে বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *