
প্রায় ছয় মাস পর সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। যদিও প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ধরা হয়, তবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই।
রোববার ঢাকা লিগে মোহামেডানের হয়ে ম্যাচসেরা পারফরম্যান্সের পর মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই কঠিন। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই স্বীকৃতি পাওয়া যায়। বড় দল, ছোট দল নয়—সব ম্যাচই গুরুত্বপুর্ণ।’
এই সিরিজে থাকছেন না লিটন দাস, যিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন। তার অনুপস্থিতিতে তরুণদের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন মিরাজ।
তিনি বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে এই সিরিজে। ওয়েস্ট ইন্ডিজে আমরা যে টেস্ট ম্যাচ জিতেছিলাম, তখন অনেক সিনিয়র খেলোয়াড় দলে ছিলেন না। এবারও ঘরের মাঠে নতুনদের পারফর্ম করার সুযোগ রয়েছে।’
সিনিয়রদের অবসরের পর দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি। ‘আমাদের সিনিয়ররা একে একে বিদায় নিচ্ছেন। এখন সময় আমাদের—যারা আছি, তাদের ভালো করতে হবে। দায়িত্ব নিতে হবে।’