জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেকের সম্ভাবনা, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে

খেলা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর। এবার অপেক্ষা ঘরের মাঠে দেশের দর্শকের সামনে তার প্রথম ম্যাচের। সেই সুযোগ আসতে পারে ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়। যদিও মাঠটির সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তারপরও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশাবাদী যে সময়মতো মাঠ প্রস্তুত হবে।

রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচ চলাকালীন ক্রীড়া উপদেষ্টা জানান, ‘কাজ প্রায় শেষ। বাফুফে ঘাসসহ কিছু কাজ করবে। লাইটিং ও অন্যান্য কাজও শেষ পর্যায়ে। আশা করছি এক মাসের মধ্যেই মাঠ খেলাযোগ্য হয়ে উঠবে।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও মাঠ প্রস্তুতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার থেকেই মাঠে কাজ শুরু করব। আশা করি এক থেকে দেড় মাসের মধ্যেই প্রস্তুত করতে পারব। অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানিয়েছি।’

বাংলাদেশের ফুটবল সমর্থকেরা দীর্ঘদিন পর আবারও জাতীয় স্টেডিয়ামে প্রিয় দলকে মাঠে দেখতে চাইছেন। আর সেই ম্যাচে যদি হামজার অভিষেক হয় ঢাকার মাটিতে, তাহলে তা হবে এক নতুন আবেগের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *