
ঈদের পর আবারও শুরু হচ্ছে শিল্পীদের কনসার্ট ব্যস্ততা। শীত মৌসুমে কনসার্ট কম হলেও, এবারে নতুন করে আয়োজন জমে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা।
এরই মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ নামের বিএনপি সমর্থিত একটি সংগঠন ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঘোষণা দিয়েছে। আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য ভারতীয় ও পাকিস্তানি সংস্কৃতির আগ্রাসন ঠেকিয়ে দেশের নিজস্ব কৃষ্টি তুলে ধরা।
ঢাকার মানিক মিয়া এভিনিউসহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় খুলনা স্টেডিয়াম এবং বগুড়ায় আলতাফুন্নেছা মাঠ অথবা আজিজুল হক কলেজ মাঠে আয়োজনটি হবে।